Khoborerchokh logo

গাজীপুর মহানগরের ১৮নং ওয়ার্ডস্থ তেলিপাড়া থেকে বিপুল পরিমান ইয়াবা ও জাল টাকা উদ্ধার করেছে বাসন থানা পুলিশ । 611 0

Khoborerchokh logo

ছবি, জাল টাকা ও ইয়াবা ট্যাবলেট

 রনি আহম্মেদ
জি এম পি বাসন থানাধীন  মহানগরের ১৮নং ওয়ার্ডের তেলি পাড়া এলাকার এক বাড়ীর দ্বিতীয় তলা থেকে বিপুল পরিমাণ জালটাকা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাসন থানার পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার সানজিদা ও তাঁর টিম এবং বাসন থানার পুলিশের সহযোগিতায় এ অভিযান চালায় পুলিশ।অভিযান চলাকালিন সময়ে উক্ত ফ্লাটের কাউকে পাওয়া যায়নি ,তবে আশপাশের উৎসুক জনতা জানায় এই বাসায় কখন কোন ভাড়াটিয়া আসে যায় তা আমরা জানি না । মোহনা টিভি‘র সাংবাদিক ঐ ভাড়াটিয়া সম্পর্কে ভাল জানেন ।
 ১২ জুলাই মোহনা টিভির গাজীপুর জেলা প্রতিনিধি আতিকের বাড়ির ২য় তলার ভাড়াটিয়া রাসেলের ফ্লাট থেকে বিপুল পরিমাণ জালটাকা ও ইয়াবা উদ্ধার করা হয় ।অফিসার ইনচার্জ ,বাসর থানা এর নির্দেশে অভিযান পরিচালানা করেন বাসন থানার  উপপরিদর্শক লেবু মিয়া, উপপরিদর্শক মোঃ সাখাওয়াত।(এ এস আই) উপসহকারী পরিদর্শক নাহিদ ও সঙ্গীয় ফোর্স ।
 এসময় ঐ ফ্লাইটে কেউ ছিলেন না। আতিক পুলিশকে জানান বর্তমান মাসের তিন তারিখে রাসেল ফ্লাটটি ভাড়া নেয়। তাঁর সম্মন্ধে বিশেষ তেমন কিছুই তিনি জানতেন না।পুলিশ হন্ন্যে হয়ে রাসেলকে খুঁজছে।এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এস আই মোঃলেবু মিয়া।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com